/anm-bengali/media/post_banners/Q722CeimOwfsdXjgbyS1.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর শহরকে রক্ষা করার লক্ষ্য নিয়ে CPI(M) এর দুর্গাপুর পূর্ব ১,২,৩ এরিয়া কমিটির ডাকে ৫০ কিমি পদযাত্রার ডাক দেওয়া হয়।
শনিবার রাতুরিয়া গ্রামের আশীষ নগরের তালতলা থেকে পদ যাত্রা শুরু হয়। সমগ্র দুর্গাপুর ঘুরে মিছিল শেষ হয় দুর্গাপুরের কালিপুরে। ৩দিন ধরে এই পদ যাত্রা চলবে বলে জানা গেছে। আগামীকাল শ্যামপুর ভাটা থেকে পদ যাত্রা শুরু করে খায়রাশোলে শেষ হবে মিছিল। এবং ১৩ ই ডিসেম্বর এডিডিএ থেকে পদ যাত্রা শুরু করে মামরা বাজারে পদ যাত্রা শেষ হবে।
সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে মোট ৫০কিলোমিটার পদ যাত্রা করা হবে বলে জানা গেছে।
সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন, দুর্গাপুর শিল্পাঞ্চল ঘুরে অধিকাংশ কল-কারখানা রুগ্ন অবস্থায় রয়েছে। বেকারদের কর্মসংস্থান নেই। দুর্গাপুর শিল্পাঞ্চল কে বাঁচাতে গেলে দরকার শিল্প। শিল্প স্থাপন হলে তবেই বেকার সমস্যা মিটবে। শিল্পগুলিকে রক্ষা করার দাবি সহ নতুন শিল্প তৈরি করার এবং বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে তারা ৫০ কিলোমিটার পথ যাত্রার উদ্যোগ নিয়েছেন। শনিবার থেকে সেই পদ যাত্রা শুরু হয়েছে তিন দিন ধরে এই পদযাত্রা চলবে বলে জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us