New Update
/anm-bengali/media/post_banners/Hcp4xnJtBB0QKDEdQoWU.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ ছেলেদের হস্তমৈথুনের প্রধান উপায় পেনিসের অগ্রভাগে (বা মাঝামাঝি) আলগাভাবে মুঠো করে ধরে বারংবার মুঠো উপর-নিচ করা। এর ফলে যাদের লিঙ্গাগ্রচর্ম বা ফোরস্কিন বিদ্যামান তাদের ক্ষেত্রে লিঙ্গমুন্ড একবার ফোরস্কিন দিয়ে ঢেকে যায়, পরক্ষণেই আবার ফোরস্কিন নিচে নেমে লিঙ্গমুন্ড উন্মুক্ত হয়ে যায়। ফলস্বরূপ ফোরস্কিনের সাথে লিঙ্গ-মুন্ড বারবার ঘষা খেয়ে যৌনানন্দ লাভ হয় এবং অর্গ্যাজম ও বীর্যস্খলন হতে পারে। অপরপক্ষে যাদের ফোরস্কিন কেটে বাদ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে হাতের মুঠো উপর-নিচ করার সময় হাতের তালুর সাথে লিঙ্গমুন্ডের ঘর্ষনের ফলে লিঙ্গ উত্তেজিত হয় এবং অর্গ্যাজম হতে পারে। যদিও হস্তমৈথুনের সময় লিঙ্গ থেকে প্রী-কাম নামক তরল বের হয়ে লুব্রিকেন্টের কাজ করে, তথাপি প্রয়োজনে লালারস, ভেসলিন কিংবা অন্য কোন লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে। হাতের মুঠোর বদলে বুড়ো আঙ্গুল ও তর্জনী দিয়ে ধরেও লিঙ্গের আবরক ত্বক উপর নিচে করা যেতে পারে। বিছানার উপর উপুর হয়ে শুয়ে বালিশ বা তোষকের সাথে লিঙ্গ ঘষেও অনেক হস্তমৈথুন করে। লিঙ্গমুন্ড সরাসরি ঘষে কিংবা লিঙ্গমুন্ডের গোড়ার অংশ আঙ্গুল বুলিয়েও হস্তমৈথুন করা যেতে পারে। ঠিক কিভাবে হস্তমৈথুন করলে সব থেকে বেশি যৌন আনন্দ লাভ হতে পারে সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে। হস্তমৈথুনের সময় বেশি বল প্রয়োগ একেবারেই অনুচিৎ, তাতে লিঙ্গে আঘাত লেগে ব্যাথা এবং লিঙ্গ-বিকৃতি হতে পারে।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=5325​
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us