/anm-bengali/media/post_banners/e5DvGeS8WYvObB6WZMMn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সামনেই গোয়া বিধানসভা নির্বাচন, তাই জনসভা দিয়েই জোরকদমে প্রচার শুরুর কথা ভেবেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু ঘটল ঠিক উল্টো। সমমনস্ক দলগুলির সঙ্গে জোট বাঁধার পরিকল্পনাকে কেন্দ্র করে গোয়া কংগ্রেসে বিভ্রান্তি ও বিভেদ তৈরি হওয়ায়, নেত্রীর সফরের দিনই ইস্তফা দিলেন একের পর এক নেতা। আজই গোয়া সফরে গিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। একাধিক বিরোধী দলের সঙ্গে তাঁর পরিকল্পনাও রয়েছে। এরই মাঝে দলে ভাঙন ধরল। শুক্রবার সকালেই গোয়ার পোরভোরিম বিধানসভা কেন্দ্রের একাধিক কংগ্রেস নেতা এদিন ইস্তফা দেন। নির্দল বিধায়ক রোহন খাউন্টের সমর্থন প্রাপ্ত ওই নেতাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই নিয়ে মাথা ঘামাচ্ছে না কংগ্রেস। জেলা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য গুপেশ নায়েক বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে আগ্রহী নয় কংগ্রেস। বেশ কিছু নেতার আচরণেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us