দিন দুপুরে গুলি এলাকায় তুমুল চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
দিন দুপুরে গুলি এলাকায় তুমুল চাঞ্চল্য

রাহুল পাসয়ান,আসানসোল : আসানসোল দক্ষিন থানার মুর্গাসোল এলাকায় চলল দিন-দুপুরে গুলি।সোনু সিং নামে এক যুবককে লক্ষ করে গুলি চালানো হয় বলে অভিযোগ ।আহতকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পরে দুর্গাপুরে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । ঘটনাস্থলে আসানসোল দক্ষিন থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে । গুলিতে আহত যুবকের এক সহকর্মী সংস্কার কুমার বলেন,আহত ব্যাক্তি দেওঘরের কয়েকজন যুবকের সাথে একটি কোচিং সেন্টার চালাত ।আজ হঠাৎ করেই জিতু নামে এক যুবক আসে ও ঝগড়া করতে থাকে। তার কাছে বন্দুক ছিল সেটা দিয়ে সে গুলি চালায় ।ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা এসে পরিস্থিতি নিজেদের আয়ত্বে আনেন ।