New Update
/anm-bengali/media/post_banners/UvNtdp0zLO0QUICKlXf2.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : মেয়ের বিবাহ পরবর্তী আচার অনুষ্ঠান ( অষ্টমঙ্গলা ) উপলক্ষে অন্নকূট এর ব্যবস্থা দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি। প্রায় দুই হাজার জনকে পেট পুরে খাওয়ালেন ওই ব্যক্তি। দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই-এর মেয়ে উষ্ণা সাঁই এবং জামাই নীলাঞ্জন মজুমদার উপস্থিত ছিল। নিজের হাতে খাবার পরিবেশন করেন মেয়ে এবং জামাই। এই উদ্যোগকে কুর্নিশ জানাতে পৌঁছে যায় দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার এবং দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল সহ বিশিষ্ট জনেরা। এলাকার মানুষ পুরপিতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us