সাধুদের জন্য সেবার ব্যবস্থা

author-image
Harmeet
New Update
সাধুদের জন্য সেবার ব্যবস্থা


হরি ঘোষ,দুর্গাপুরঃ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পদযাত্রা করে আসা প্রায় ৭০-৮০ জন সাধুদের জন্য শনিবার বিধাননগর ডাকবোম সমাজকল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে সেবার ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠান'কে ঘিরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন ডাকবোম মন্দিরে ভক্তদের ভির উপচে পড়ে। অনুষ্ঠানে যোগদান করেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিপেন মাজি সহ সমিতির সদস্যরা৷ ডাকবোম সমাজকল্যাণ সেবা সমিতির সদস্য রাজীব বোস বলেন, 'অগ্রহায়ণ কালীপুজো উপলক্ষ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০-৮০ জন সাধু এখানে আসেন। এখান থেকে সেবা নিয়ে তাঁরা পদযাত্রা করে বিধাননগর ঝর্ণাপল্লী আশ্রমের পদযাত্রা করে যান'।