হরি ঘোষ,দুর্গাপুরঃ শহর দুর্গাপুরে দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ হচ্ছে আমজনতা। এবার জাতীয় সড়কের ধারে এটিএমে ভাঙচুর। আতঙ্কিত পরিষেবা নিতে আসা মানুষজন। দুর্গাপুর ভিরিঙ্গি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধারে রয়েছে স্টেট ব্যাংকের এটিএম। সেই এটিএম-এ কোনও নিরাপত্তা রক্ষী নেই। বৃহস্পতিবার রাত্রিতে আচমকা দুষ্কৃতীরা ইট ছুড়ে এটিএম এর সামনের কাচের দরজা ভেঙে দেয়। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এটিএম শ্রমিক সংগঠনের কর্মীরা অভিযোগ করেন এই এটিএম-এ কোনও নিরাপত্তারক্ষী না থাকার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। অবিলম্বে এই এটিএমে নিরাপত্তারক্ষী দেওয়ার দাবিও জানানো হয়।