দিগবিজয় মাহালী, ডেবরাঃ শারিরীক প্রতিবন্ধকতা ও তার ওপর আবার দারিদ্রতা। এই দুইকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে ডেবরার ৭ নং মলিহাটী অঞ্চলের চককৃপান এলাকার বাসিন্দা বিলু পাত্র।জন্ম থেকেই দুটো পা নেই বিলুর।প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সমাজের মূল স্রোতে থেকে নিজের স্বপ্নকে সফল করার লক্ষ্যে অবিচল এই যুবককে রাজ্য সরকার কুর্নিশ জানাচ্ছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় বিশ্ব প্রতিবন্ধী দিবসে রাজ্য স্তরের কর্মসুচীতে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তার আমন্ত্রন ইতিমধ্যেই জেলা শাসকের দফতর থেকে বিলুকে জানানো হয়েছে। এমনকি সেই অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন বলে সুত্রের খবর। বিলুর বাবা ছোট বেলাতেই মারা গিয়েছেন। বাড়িতে মা আর দাদা। বি এড উত্তীর্ণ করার পর টিউশন পড়িয়েই চলছে সংসার।তাঁর স্বপ্ন শিক্ষক হওয়া। স্থানীয় গ্রামের প্রাইমারি স্কুলে শুরু পড়াশুনা। তারপর কাকদাড়ী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং হাট সরবেড়িয়া স্কুলে উচ্চমাধ্যমিক। পাঁশকুড়া কলেজে ভূগোলে অনার্স। তারপর সে বি এড ও করেছে। ভরসা বলতে একটা ট্রাই সাইকেল।তবে এখানেই থেমে নেই বিলু। নিজের কাজের পাশাপাশি সামাজিক কাজেও তার সুনাম রয়েছে। লক ডাউনে একের পর এক গ্রামে গিয়েছে।গরীব মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিয়েছে।পাশাপাশি করোনা সচেতনতার প্রচার,মাস্ক স্যানিটাইজার বিলি করেছে বিলু। নির্বাচনে প্রতিবন্ধীদের ভোট দিতে আগ্রহী করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে কাজও করেছে। সার্বিক ভাবে তার রাজ্য সরকারের কাছে সংবর্ধনা পাওয়ার খবর আসতেই গ্রামে খুশির হাওয়া। খুশি মা ও তার পরিবারের সদস্যরা।খুশি এলাকাবাসী।