হরি ঘোষ,দুর্গাপুরঃ কংগ্রেসের জনজাগরন যাত্রায় দুর্গাপুরের কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী ১৪ই নভেম্বর থেকে ২৯ শে নভেম্বর জন জাগরন যাত্রার ডাক দিয়েছেন। সেই কর্মসূচীর অন্তর্গত এদিন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জন জাগরন যাত্রা অনুষ্ঠিত হল। দুর্গাপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে এদিন কংগ্রেস কর্মীরা মিছিল সংঘটিত করে। দেবেশ বাবু বলেন, 'কেন্দ্রীয় সরকারের একের পর এক ভ্রান্ত নীতির ফলে দেশের মানুষের জীবন ওষ্ঠাগত। নোটবন্দী, জিএসটির ফলে মানুষের চরম দুর্দশা। এর ওপর শ্রমিক ও কৃষক বিরোধী একের পর এক বিল পাসে সমস্যায় সাধারন মানুষ'। তারই প্রতিবাদে এই জনজাগরন যাত্রা বলে জানান জেলা কংগ্রেস সভাপতি।