/anm-bengali/media/post_banners/Yccuu0fFJcZHJr1Kplg0.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ গত সপ্তাহের বৃহস্পতিবার মোটর ভ্যান এর সঙ্গে বাইকের সংঘর্ষে বীরভূমের সিউড়িতে দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১২ বছরের বাচ্চাটি। মাথার সামনের অংশ ফেটে যায়। প্রচন্ড রক্তক্ষরণ হয়। দুর্ঘটনায় যে অংশ মাথার ক্ষতিগ্রস্ত হয় ওই অংশে স্মৃতিশক্তি ধারণ করার ক্ষমতাও আছে বলে দাবি চিকিৎসকদের। গুরুতর আহত অবস্থায় ৩ ঘন্টার মধ্যে দুর্গাপুরের 'দি মিশন' হাসপাতালে চিকিৎসার জন্য বাচ্চাটিকে তাঁর পরিবার নিয়ে আসে। মিশন হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় জটিল অস্ত্রোপচারে বেঁচে উঠে। বেসরকারি দি মিশন হাসপাতালের চিকিৎসরা দাবি করেন মিশন হাসপাতালের চিকিৎসকদের বিশেষ দলের সাহায্যে বেঁচে উঠে ওই বাচ্চাটি। গত বৃহস্পতিবার শিশুটিকে ভর্তি করা হয় এবং ৪ ঘন্টায় অস্ত্রোপচার করা হয়। এখনো চিকিৎসাধীন রয়েছে ওই বাচ্চাটি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে বলে দাবি চিকিৎসকদের। প্রত্যেককে হেলমেট পড়ার পরামর্শ দেন চিকিৎসকরা। হেলমেট থাকলে এইভাবে আহত হয়তো না ওই বাচ্চাটি বলে দাবি।
​
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=4816 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=4815
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us