New Update
/anm-bengali/media/post_banners/a8zF9vr29ldZkTLmHXmV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা আক্রান্ত অভিনেতা কমল হাসান। কিছুদিন আগেই আমেরিকা থেকে ফেরেন তিনি। তারপর সামান্য কফের সমস্যা হচ্ছিল। কোভিড পরীক্ষা করালে তাঁর ফল পজিটিভ আসে বলে জানান দক্ষিণী সুপারস্টার। সোমবার দুপুরে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান কমল হাসান। তামিল ভাষায় ট্যুইটারে অভিনেতা লেখেন, “আমেরিকা সফর থেকে ফেরার পর আমি সামান্য কফের সমস্যা অনুভব করি। পরীক্ষা করানোর পর কোভিড পজিটিভ ফল আসে। আমি হাসপাতালে আইসোলেশনে রয়েছি। বাকিরা সকলেই ভালো আছে। আর অতিমারী এখনও অতীত হয়ে যায়নি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us