/anm-bengali/media/post_banners/LGXD5R7hNn8pcr2WCqRl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক মাস পরই দেবভূমিতে বিধানসভা নির্বাচন। তাঁর আগে নির্বাচনী প্রচারে গিয়ে ইহলোকের পাশাপাশি পরলোক নিয়েও বড় প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল। এদিন উত্তরাখণ্ডে তিনি বলেন, “আমাদের ভোট দিন। আমরা আপনার ইহলোকও শুধরে দেব, আর পরলোকও…”। দেবভূমি হিসাবে পরিচিত উত্তরাখণ্ডর আয়ের একটি বড় অংশই হল পর্যটন ও তীর্থযাত্রা। আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হলে রাজ্যবাসীকে বিনামূল্যে তীর্থযাত্রার সুযোগ করে দেবেন বলেই এদিন প্রতিশ্রুতি দেন আপ নেতা। কেজরীবাল বলেন, “আমি সম্প্রতিই রাম লালার দর্শন করতে অযোধ্যা গিয়েছিলাম। আমি সেখানেই প্রার্থনা করি যে সকলেই যেন রাম লালার দর্শন করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করার জন্য আমায় শক্তি দেন তিনি। দিল্লিতে আমরা ইতিমধ্যেই এই প্রকল্প এনেছি। আমরা যদি এখানেও জয়ী হই, তবে বিনামূল্যে অযোধ্যা যাওয়ার ব্যবস্থা করে দেব। আমার মুসলিম ভাইদের জন্য আজমের শরিফে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং শিখ ভাইদের জন্য কর্তারপুর করিডরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us