মানালি ভ্রমণে ধর্মেন্দ্র-সানি

author-image
Harmeet
New Update
মানালি ভ্রমণে ধর্মেন্দ্র-সানি

নিজস্ব সংবাদদাতাঃ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এবং তাঁর বড় ছেলে সানি দেওলের সম্পর্কের জমাট রসায়নের কথা কারও অজানা নয়। রিল হোক কিংবা রিয়েল বাবার অত্যন্ত কাছের সানি। আর বড় ছেলেকেও চোখে হারান 'ধরম জী'। সম্প্রতি, বাবাকে নিয়ে হিমাচল প্রদেশের মানালিতে ছুটি কাটাতে গেছেন এই অভিনেতা-রাজনীতিবিদ। ছেলের সঙ্গে যে সেখানে মনের আনন্দে জমিয়ে ছুটি কাটাচ্ছেন ধর্মেন্দ্র, তার হাতেগরম প্রমাণ এই বর্ষীয়ান অভিনেতার টুইট করা একটি ভিডিও। আর সেই ভিডওতে বাবা-ছেলের একান্ত আপন মুহূর্ত কাটাতে দেখে মন ভিজেছে নেটপাড়ার। উল্লেখ্য, 'আপনে ২' ছবির মাধ্যমে ফের একবার বলিউডে কামব্যাক করতে চলেছেন সানি। অনিল শর্মার পরিচালনায় এই ছবিতে বাবা ধর্মেন্দ্র ও ছোট ভাই ববির পাশাপাশি দেখা যাবে তাঁর ছেলে করণ দেওলকেও।