/anm-bengali/media/post_banners/Ao9cTpOXevNefAMNohQP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাহাড়ের বুক চিরে নীচের দিকে নেমে আসছে দুধ-সাদা ঝর্ণার জল। নীচে এসে তা আবার ভিন্ন রূপ ধারণ করছে। হিমশীতল জলে সামান্য সবুজ আভা দেখা যাচ্ছে। মিঠে রোদে এমনই জলে নেমে পড়েন অঙ্কুশ হাজরা। ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখেন, ‘খোঁজো দেখি আমায়!’ ঠিক যেন লুকোচুরি খেলার আদলে ক্যাপশনের কথাটি লিখেছেন অঙ্কুশ। তাঁকে অবশ্য সহজেই খুঁজে ফেলেছেন অনুরাগীরা। জেনে গিয়েছেন, অঙ্কুশের এই ভিডিওটি গোয়ার দুধসাগর জলপ্রপাতে তোলা। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা এই জলপ্রপাত। অনেকেই ঝর্ণার জলে নেমে পড়েন লাইফ জ্যাকেট গায়ে চাপিয়ে। অঙ্কুশের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। অনেক দূর থেকে তোলা হয়েছে ভিডিওটি। প্রথমে পর্যটকদের ভিড়ের মাঝে অঙ্কুশকে চেনাই দায় হয়ে উঠেছিল। ক্যামেরা একটু জুম করতেই দেখা যায় অঙ্কুশকে। দূর থেকেই ইশারায় তারকা বুঝিয়ে দেন ঝর্ণার জল বেশ ঠান্ডা। অবশ্য মিঠে রোদে তা উপভোগও করছিলেন অঙ্কুশ। তাই মুখে ছিল চেনা হাসিটি। অঙ্কুশের এই ভিডিওটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। অনেকেই প্রশংসা করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us