নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যেই ৩১ অক্টোবর (রবিবার) থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে রবিবার পেরিয়ে সোমবার পরতেই সেই পুরনো ছবি ধরা পড়ল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্টেশনে। কোন্নগর থেকে হাওড়া'র নিত্য যাত্রী উজ্জ্বল পাল জানান, 'এর আগেও স্টাফ স্পেশাল ট্রেন চালু ছিল, তবে এতটা ভিড় ছিল না। গত ২ দিনের ভিড় দেখে সত্যি মনে মনে ভয় পাচ্ছি। তার মধ্যে অনেকেই মাস্ক পরেনি। ৫০ শতাংশ যাত্রী কেবল নামেই। তবে আমাদের তো কিছু করার নেই, কাজে তো যেতেই হবে।'