New Update
/anm-bengali/media/post_banners/ftieEUUAwwO5GwloV8Ko.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর স্টেশনে অসতর্কতার ছবি দেখতে পাওয়া গেল। মাস্ক না পরেই দিব্যি ট্রেনে উঠছেন যাত্রীদের একাংশ। প্লাটফর্মেও ধরা পড়লো অসতর্কতার ছবি। শিশু থেকে সাধারণ মানুষের একাংশ সবাই মাস্ক ছাড়া দিব্যি বসে রয়েছেন। সোমবার দুর্গাপুর স্টেশনে জি. আর. পি আধিকারিকরা মাইকিং করে, মাস্ক না পরার জন্য আটক করা হয় বেশ কয়েকজন যাত্রীকে। দুর্গাপুর জিআরপির আধিকারিক রফিকুল ইসলাম জানান, 'যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us