New Update
/anm-bengali/media/post_banners/dPpgL4eWXPhAg030tZKf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শৈলশহর দারিংবাড়িকে বলা হয় ‘ওড়িশার কাশ্মীর’। হাতে তেমন টাকা নেই, কিন্তু কাশ্মীরের জন্য মন হুহু করছে? তাহলে দারিংবাড়িই হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা। পাইন বনের ভেতরে দুলুরি নদী, কফি বাগান এবং পার্বত্য ভূমিরূপ আপন করে নেবে আপনাকে। সাইট সিনের জন্য গাড়ি রিজার্ভ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মন্দসুরু পার্ক, ম্যাগনেটিক ভ্যালি, তপ্তপানি ডিয়ার পার্ক ও হারভাঙ্গি জলাধারা আপনাকে আহ্বান করবে পরম আতিথেয়তায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us