বিভিন্ন দাবিতে ডেপুটেশন CITU'র

author-image
Harmeet
New Update
বিভিন্ন দাবিতে ডেপুটেশন CITU'র

হরি ঘোষ, অন্ডাল : খনি শ্রমিকদের ভ্যাকসিন সহ আরো কয়েকটি দাবি-তে খাঁন্দরার নাক কাজোড়া কোলিয়ারি-তে আধিকারিকের কাছে ডেপুটেশন দিল বাম শ্রমিক সংগঠন সিটু।  কয়লা খনি-র স্থায়ী, অস্থায়ী সহ সমস্ত ঠিকা শ্রমিকদের ভ্যাকসিন , মাস্ক-এর ব্যবস্থা ও খনি আবাসন এলাকা স্যানিটাইজ করার দাবি-তে মঙ্গলবার নাক কাজোড়া কোলিয়ারিতে বিক্ষোভ দেখাল বাম শ্রমিক সংগঠন সিটু।  এদিন সকাল ন'টা থেকে দশ'টা অবধি বিক্ষোভ চলে এজেন্ট অফিসের সামনে । এদিন উপস্থিত ছিলেন সংগঠনের শ্রমিক নেতা অজ্ঞন বসকী, আহমেদ খান সহ অন্যরা । অজ্ঞনবাবু বলেন, সমস্ত খনি শ্রমিকদের বিনা মূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা সংস্থা-কে করতে হবে । সেই সাথে সুরক্ষার জন্য মাস্ক সরবরাহ ও খনি আবাসন এলাকা গুলি নিয়মিত স্যানিটাইজ করার দাবি ও এদিন করা হয়েছে । বিক্ষোভ শেষে আধিকারিকের কাছে স্মারক লিপি ও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে ।