​নিজস্ব সংবাদদাতাঃ নারী শরীরের একটি সংবেদনশীল জায়গা হল ঘাড়। যেখানে সাধারণত পুরুষেরা খুব কম সময় ব্যয় করেন। কিন্তু, মিলনের আগে ফোরপ্লে-র জন্য ঘাড় সবচেয়ে ভাল জায়গা। ঘাড়ে একটি চুম্বন বা আলতো কামড় সঙ্গীকে যৌন সুখের চরম সীমায় পৌঁছে দিতে পারে। সঙ্গীকে যৌন সুখ দিতে তার ঘাড় থেকে চুল সরিয়ে হাত বুলিয়ে দিন এবং ধীরে ধীরে কিস করুন।