দুর্গাপুরের বেনাচিতি বাজারে বস্ত্রের দোকানে লক্ষাধিক টাকার চুরি

author-image
Harmeet
New Update
দুর্গাপুরের বেনাচিতি বাজারে বস্ত্রের দোকানে লক্ষাধিক টাকার চুরি


হরি ঘোষ,দুর্গাপুরঃ দুর্গাপুর বেনাচিতি বাজারে নামি-দামি বস্ত্রের দোকানে লক্ষাধিক টাকার জামা কাপড় চুরির ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি চোরের দল ক্যাশবাক্স খুলে ৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করে। দোকানের মালিকের দাবি, দোকানের একটি প্লাই বোর্ড কেটে চোরের দল দোকানের ভেতরে ঢুকেছে। বাছাই করা মূল্যবান জামাকাপড় নিয়ে যায় চোরের দল। প্রায় ৭ লক্ষ টাকার জামাকাপড় নিয়ে গিয়েছে চোরের দল। দোকানের সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে। দশমীর দিন থেকে দোকান বন্ধ ছিল। এদিন সকালে দোকান খুলতেই নজরে পড়ে দোকানের সমস্ত জামাকাপড় লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। এরপরই তড়িঘড়ি পুলিসে খবর দেওয়া হয়।