দুর্গাপুর সিটি সেন্টারে পালিত হল ঢাক উৎসব

author-image
Harmeet
New Update
দুর্গাপুর সিটি সেন্টারে পালিত হল ঢাক উৎসব

​হরি ঘোষ, দুর্গাপুরঃ সোমবার দুর্গাপুর সিটিসেন্টারে ওম সাঁই রাম স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঢাক উৎসব ২০২১ দুর্গাপুর অনুষ্ঠিত হলো । বিকালে ৫ ঘটিকায় দুর্গাপুর সিটিসেন্টার ওডিসি মাঠের কালিঙ্গন মঞ্চে অনুষ্ঠান হলো এক মন ছুঁয়ে যাওয়া অভিনব ঢাকের প্রতিযোগিতা।এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ছিলেন তবলা বাদক সৌমিত্র জিৎ চ্যাটার্জী। দুর্গাপুর এর বিভিন্ন জায়গা থেকে আগত ২০ জন প্ৰতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রাক পূজায় ঢাকের বাদ্দি এক উন্মাদনার সৃষ্টি করে। ২ বছর ধরে অতিমারী করোনার কারণে ভাটা পরে ছিল আনন্দে।  কিন্তু করোনা কিছুটা কমায় ফলে আবার সবাই আনন্দে মেতে উঠছে। সেই আনন্দকে সকলের সাথে ভাগ করে নিতেই এই অভিনব প্রতিযোগিতা র আয়োজন করেন ওঁম সাঁই রাম এর সদস্যরা।আর্থিক সাহায্যও করা হবে বলে জানিয়েছেন।