New Update
/anm-bengali/media/post_banners/zPIoIlNhPbTfI81JqJA7.jpg)
হরি ঘোষ,দুর্গাপুরঃ রানীগঞ্জ শহর সহ বিস্তীর্ণ এলাকার জল সমস্যা মেটানোর জন্য এগিয়ে এলো রানীগঞ্জ থানার পুলিশ। গত দু'দিনে ৮০ হাজার লিটার পানীয় জল সরবরাহ করা হলো রানীগঞ্জের প্রত্যন্ত এলাকায়। গুলাব ঘূর্ণিঝড়ের ফলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রানীগঞ্জ শহরের মেন পাইপলাইন জলের তোড়ে ভেসে যায়। যার ফলে জলশূন্য হয়ে পড়ে রানীগঞ্জ শহর সহ সংলগ্ন এলাকা। জলের দাবিতে বিভিন্ন স্থানে স্থানীয়রা পথ অবরোধ করতে থাকেন। এরই মাঝে রানীগঞ্জ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us