New Update
/anm-bengali/media/post_banners/tUbBpjD3Ho9x4socPEGZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিং-এর লেবানং কার্ট রোডে অবস্থিত একটি চারতলা ভবন যার নাম রায় ভিলা। ১৩ই অক্টোবরে বিবেকানন্দ শিষ্যা নিবেদিতা-র মৃত্যু স্থান হিসেবে এই ভবনের যথেষ্ট তাৎপর্য আছে। এই ভবনটি ১১৫ বছরের পুরনো। এর মূল মালিক দ্বারকানাথ রায়ের নামেই এই ভবনের নামকরণ হয়েছে। যখন নিবেদিতার স্বাস্থ্যের অবনতি হয়েছিল তখন লেডি অবলা বোস আমন্ত্রণ করেন এই বাড়িতে থাকার জন্য। তাই দার্জিলিং- এ এলে অবশ্যই আসবেন এই স্থানে। ভ্রমণে দর্শন কে খুঁজে পেতে গেলে এই রায় ভিলা এক দর্শনীয় স্থান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us