দামোদর ও দুর্গাপুর ব্যারেজ থেকে ২১,৪০০ কিউসেক জল ছাড়া হল

author-image
Harmeet
New Update
দামোদর ও দুর্গাপুর ব্যারেজ থেকে ২১,৪০০ কিউসেক জল ছাড়া হল





হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর ও দামোদর ব্যারেজ থেকে ২১,৪০০ কিউসেক জল ছাড়া হল৷ টানা বৃষ্টির জেরে  ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে ২১,৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷  পাঞ্চেত থেকে ৯০০০ কিউসেক এবং মাইথন থেকে ৬০০০ কিউসেক অর্থাৎ মোট ১৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুটো ড্যাম থেকে। তবে এই পরিমাণ জল ছাড়ার ফলে দামোদরের নিম্নবর্তী এলাকায় এখনই ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে সেচ দফতরের আধিকারিক সূত্রে।