কয়লাকাণ্ড নিয়ে অভিষেককে তোপ দিলীপের

author-image
New Update
কয়লাকাণ্ড নিয়ে অভিষেককে তোপ দিলীপের

হরি ঘোষ, দুর্গাপুর:দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভ্যাকসিনের লাইন থেকে ঘাড় ধাক্কা দিয়ে ওই মহিলাকে বের করে দেওয়ার অভিযোগ, পরে মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা। গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ ছিল তৃণমূল কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে। চিকিৎসাধীন মহিলা আপাতত কিছুটা সুস্থ বলে জানান রাজ্য সভাপতি। পাশাপাশি তুমুল সমালোচনা করেন শাসকদলের। মোদি সরকারের দেওয়া ভ্যাকসিন দিয়ে দান করছে না শাসক দল, কটাক্ষ দীলিপবাবুর। এদিন ফের একবার কয়লা কাণ্ড নিয়ে সরব হন তিনি। ফেরার বিনয় মিশ্রর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানান।