অমানবিক, বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে পালাল 'গুণধর' ছেলে-মেয়ে

author-image
Harmeet
New Update
অমানবিক, বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে পালাল 'গুণধর' ছেলে-মেয়ে

হরি ঘোষ, দুর্গাপুর: অমানবিক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর। ৭০ বছরের অসুস্থ বাবা'কে বাইকে করে রাস্তায় ফেলে চম্পট দেয় ছেলে ও মেয়ে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে সোমবার দুর্গাপুর ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায়। অমানবিক ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিস আসে। এলাকাবাসী অভিযুক্ত বৃদ্ধ'র ছেলে ও মেয়ের শাস্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে। পুলিশ অসহায় বৃদ্ধ'কে উদ্ধার করে নিয়ে যায়। বৃদ্ধ জানিয়েছেন, 'তাঁর নাম মুক্তি আকুঁড়ে। তাঁর বাড়ি অণ্ডাল থানার খাস কাজোড়া৷'