/anm-bengali/media/post_banners/qGY8hveM54DAs2Hon9bI.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ সাইকেলে করে বোনকে টিউশনে দিতে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র, চাঞ্চল্য এলাকায়। ওই ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ। সুদীপ হাঁসদা নামের দুর্গাপুরের ইংরেজি মাধ্যমের স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া কাঁকসার বামুনারা তেতুলতলার বাসিন্দা। চলতি মাসের ১৮ তারিখ সকালে তার বোনকে বামুনারা এলাকায় টিউশন পৌঁছে দিতে গিয়ে আর বাড়ি ফেরেনি সুদীপ। তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করে পরিবার। কোনও খোঁজ না পাওয়ার পর কাঁকসা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। কাঁকসা থানার পুলিশ এবং স্থানীয়রা একযোগে ওই পড়ুয়ার সন্ধানে খোঁজ শুরু করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা গিয়েছে সাইকেলে করে ওই পড়ুয়া ডানকুনি হয়ে কলকাতায় ঢুকেছে। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না সুদীপের। চিন্তিত পরিবার। বুধবার পুলিশ এবং স্থানীয়রা একযোগে কলকাতায় গিয়ে খোঁজ শুরু করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us