New Update
/anm-bengali/media/post_banners/PjQ7TAz8FRjCpBqUCUVg.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ ২০১৬ সালের চাঞ্চল্যকর আমিন হত্যাকাণ্ডের ৮ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দুর্গাপুর আদালতের। বুধবার দুর্গাপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক প্রিয়ব্রত দত্ত দোষীদের সাজা ঘোষণা করলেন। তার আগে মঙ্গলবার এই আদালতেই ৮ জন আসামীকে দোষী ঘোষণা করেন বিচারক। যাবজ্জীবনের পাশাপাশি দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে।
​
প্রসঙ্গত, গতকাল মোট ১১ জনকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছিল। তিনজন বেকসুর খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত আসামীদের নাম শেখ সানিউল, শেখ সাকিবুল, শেখ কাশেম, শেখ নুরুল হোদা, শেখ জাহাঙ্গীর, শেখ জৈনুল, বাবর আলী ও শেখ শাহজাহান। এরা সকলেই ফরিদপুর থানা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার পরেই দুর্গাপুর আদালতে আমিন হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত আসামীদের পরিবার ক্ষোভ প্রকাশ করে সরকারী আইনজীবী দেবব্রত সাই-এর বিরুদ্ধে। আইনমন্ত্রী মলয় ঘটকের নাম করে ৪ দফায় ২০ লক্ষ টাকা নিয়েছেন সরকারী আইনজীবি দেবব্রত সাই, অভিযোগ এমনটাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আদালত চত্ত্বরে।
এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করায় সরকারী আইনজীবীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। দুর্গাপুর আদালতের ২২ জন সরকারী আইনজীবী বৃহস্পতিবার থেকে বিচার ব্যবস্থায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারী আইনজীবীদের পক্ষে তুষার গুপ্ত জানান, "এদিন এক সরকারি আইনজীবীকে হেনস্থা করা হয়েছে। পুলিশ নিষ্ক্রিয় ছিল।" এই ধর্মঘটের ফলে আদালতের কাজে ব্যাপক প্রভাবের আশঙ্কা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us