নিজস্ব সংবাদদাতাঃ যৌনজীবনে সমস্যা নিয়ে অনেকেই খুব চিন্তিত থাকেন।তাই অযথা দুশ্চিন্তায় থাকা মানে যৌন জীবনটাকেই নষ্ট করা। সেই সমস্যাগুলির প্রধান হল সঙ্গমের সময় অর্গাজম হচ্ছে না। এত চিন্তার কিছু নেই। গবেষণায় দেখা গিয়েছে, ৭৫ শতাংশ মহিলারই সঙ্গমের সময় সর্বদা অর্গাজম হয় না। সুতরাং ওই সব তথাকথিত 'মিথ' নিয়ে না-ভেবে স্রেফ যৌনতা উপভোগ করাই ভালো।