খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল প্রশাসন, শুরু রাস্তা সংস্কারের কাজ

author-image
Harmeet
New Update
খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল প্রশাসন, শুরু রাস্তা সংস্কারের কাজ

নিজস্ব সংবাদদাতাঃ পাণ্ডবেশ্বর থানার শ্যামলা পঞ্চায়েতের অন্তর্গত খোট্টাডিহি গ্রাম থেকে নিমশা হয়ে আলিনগর ও ভুড়ি ফড়ফড়ি যাওয়ার মূল রাস্তার ছিল বেহাল দশা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল গ্রামে জলের জন্য পাইপ বসানোর কাজ চলছে। পাইপ বসানোর বরাত যে ঠিকাদাররা পেয়েছেন, মাটি খুঁড়ে জলের পাইপ বসানোর পর ঠিকমতো ড্রেসিং করছেন না বলে অভিযোগ। 


আর সেই কারণেই ঘটছে বিপত্তি। বিষয়টি প্রকাশ হওয়ার পরেই স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। মঙ্গলবার সকাল থেকে ওই বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু হয়, খুশি স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা বাপ্পা কাজি বলেছেন, খবর সম্প্রচারের আগে পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কোনও উদ্যোগ দেখা যায়নি।