New Update
/anm-bengali/media/post_banners/QUMhhe0NakZBnohpOY0E.jpg)
ঘর থেকে বাইরে বেরোতে না বেরোতেই পা হয়ে গেলো আলকাতরার মতো কালো। চিন্তা নেই, এই প্যাক লাগান। কাঁচা হলুদ: ১ চা চামচ, মুসুর ডাল বাটা বা বেসন: ১ টেবিল চামচ, টকদই: ১ টেবিল চামচ, পাতিলেবুর রস: ১ চা চামচ, মধু: ১ চা চামচ মিশিয়ে স্নানের আগে দুটি পায়ের পাতায় মেখে অর্ধেক শুকনো হলেই জল দিয়ে ধুয়ে দিন। তার পর বাইরে বেরোনোর সময়ে সানস্ক্রিন অবশ্যই মাখুন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us