New Update
/anm-bengali/media/post_banners/1HnfSQgh037M8mv4FrgH.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকার একটি মন্দিরের কাছ থেকে পুলিশ শিবু পাসোয়ান নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। ধৃতের কাছ থেকে একটি নাইন এম.এম কারবাইন,একটি নাইন এম.এম,পিস্তল,ও আরো একটি রাইফেল উদ্ধার করল পুলিশ। এই শিবু পাসোয়ান,সুনীল পাসোয়ান ওরফে শোলের সাগরেদ। চলতি মাসের এক তারিখে নাকা চেকিং চলাকালীন পাণ্ডবেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছিল সুনীল পাসোয়ান ওরফে শোলেকে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে সুনীলকে জেরা করার পর শিবুর সন্ধান পায়। এরপর বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকা সংলগ্ন একটি মন্দির থেকে শিবুকে গ্রেফতার করে পুলিশ। এরপরই শিবু পুলিশি জেরার মুখে এই আগ্নেয়াস্ত্রগুলির সন্ধান দেয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us