New Update
/anm-bengali/media/post_banners/YnEL4TnPwzipO9j1cnWn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার সংগঠন বিস্তারের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে আরএসএস। আজ রবিবার আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ মনমোহন বৈদ্য জানিয়েছেন, '৪২ হাজার ৬১৩টি স্থানে দৈনিক ৬৮ হাজার ৬৫১টি শাখা চলছে। ২৬,৮৭৭টি সাপ্তাহিক সভা হয়। সেখানে ১০,৪১২টি সংঘ মান্ডলি রয়েছে। ২০২০ সালের তুলনায় ৬ হাজার ১৬০টি শাখা বেড়েছে। সভায় নারীদের 'শাখার' সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us