New Update
/anm-bengali/media/post_banners/Pkil8ZcGWqH8DUBx1oSx.jpg)
নিজস্ব সংবাদদাতা, বেলদাঃ পশ্চিমবঙ্গে ৮০২৭টি সরকারি বিদ্যালয় তুলে দেওয়া সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ছাত্র সংগঠন AIDSO-র ডাকা ছাত্র ধর্মঘটে ব্যাপক উত্তেজনা ছড়ালো বেলদা গঙ্গাধর একাডেমিতে। এদিন ধর্মঘটের সমর্থনে পিকেটিং করার সময় ছাত্র সংগঠন AIDSO কর্মীদের উপর আক্রমণ চালায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই ঘটনায় আহত হন ছাত্র সংগঠন AIDSO-র তিনজন কর্মী।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us