New Update
/anm-bengali/media/post_banners/Bp2lpDSadecPdaRQPOTk.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার উত্তর-পূর্ব স্পেনে একটি পটাশ খনির গভীরে ধস নামে। যার ফলে ৩ জন স্প্যানিশ ভূতত্ত্ববিদ নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ৮ টার দিকে কাবানাসেস দে সুরিয়া খনিতে ঘটে। সেই সময় ওই ৩ জন স্প্যানিশ ভূতত্ত্ববিদ একটি অভ্যন্তরীণ এলাকা পরিদর্শন করছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us