জলের ট্যাংক এবং রাস্তার সামগ্রী নিম্নমানের, পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ স্থানীয়দের

author-image
Harmeet
New Update
জলের ট্যাংক এবং রাস্তার সামগ্রী নিম্নমানের, পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ স্থানীয়দের

হরি ঘোষ, জামুরিয়াঃ নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, অপরিষ্কার ড্রেন সহ একগুচ্ছ দাবিতে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন তপসী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুন পাড়ার বাসিন্দারা। স্থানীয় অর্জুন পাড়ার বাসিন্দা চিরঞ্জিত বাউরি, প্রশান্ত বাউরি, জয়ন্ত বাউরিদের অভিযোগ তপসী গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন। তাদের এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাই হওয়ার ফলে কয়েক মাসের মধ্যে রাস্তার বেহাল অবস্থা হয়েছে। তাছাড়াও অর্জুন পাড়ায় পানীয় জলের ট্যাংক নির্মাণের সামগ্রী অত্যন্ত নিম্নমানের। ড্রেন পরিষ্কার না করার ফলে প্রচুর মশার উপদ্রব বেড়েছে। মশার কামড়ের ফলে তাদের অনেকের শরীর অসুস্থ হচ্ছে। জানা গিয়েছে, এই এলাকার অধিকাংশ মানুষ গরিব। যার ফলে পুকুরের জলের উপরেই তাদের ভরসা করতে হয়। সেই পুকুরের জলে স্নান ,বাসনপত্র ধোয়া ইত্যাদি করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এলাকায় জলের সমস্যা থাকার জন্য সেই পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। সেই পুকুরে জল এতটাই নোংরা যে তাদের চামড়ার রোগ দেখা যাচ্ছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তপসী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত গোপ গোটা বিষয়টি নিয়ে পঞ্চায়েত ইঞ্জিনিয়ারকে দায়ী করছেন। তিনি জানান সঠিকভাবে পরিষেবা দিতে না পারলে সাধারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাবেন সেটাই স্বাভাবিক। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান প্রধান সুশান্ত গোপ।