New Update
/anm-bengali/media/post_banners/8JJcPvZPOERtzSM3zxk5.jpg)
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার কয়লা অঞ্চলে মিছিল করে সিপিআই(এম)-এর রানিগঞ্জ এরিয়া কমিটি। পোস্ট অফিস ময়দান থেকে মিছিল এনএসবি রোড, সিআর রোড়, বড়বাজার হয়ে নেতাজি স্ট্যাচুর সামনে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন রুনু দত্ত, অনুপ মিত্র, সুপ্রিয় রায় সহ অন্যান্যরা।
রান্নার গ্যাস, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য বাজেটের প্রতিবাদে মিছিল থেকে বিজেপি ও তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়। মিছিল থেকে দাবি ওঠে, রান্নার গ্যসের দাম প্রত্যাহার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। এদিন বক্তব্য রাখেন দিব্যেন্দু মুখার্জি। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের লক্ষ লক্ষ কোটি টাকা ছাড় দেয়, কিন্তু দেশের সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দেয়। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও দেশজুড়ে বেকারত্ব বাড়ছে। সাধারণ মানুষের জীবণযন্ত্রণা বাড়ছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us