/anm-bengali/media/post_banners/vHbc5krFipNwdYaig9Mf.jpg)
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : কাজের দাবিতে গরু, বাছুর নিয়ে মৃত অস্থায়ী শ্রমিকদের পরিবার-পরিজনদের আন্দোলনে তোলপাড় দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত্ব অ্যালয় স্টিল প্লান্ট। শুক্রবার কারখানার ইস্পাত প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী প্রায় ১০০ শ্রমিকের পরিবার-পরিজনেরা গরু বাছুর নিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন। তাদের অভিযোগ, একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে কাজের দাবি করা হলেও কোনও কাজের কাজ করেনি কর্তৃপক্ষ। তাদের প্রাপ্য কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের। যার জেরে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে জানানো হলে তারা স্থানীয় নেতাদের কাছে যাওয়ার কথা জানিয়েছেন বলেও অভিযোগ। নেতারা পাল্টা কারখানায় যাওয়ার কথা জানিয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি। এই দুই টালবাহানার মাঝে পড়েছেন তারা। সামঞ্জস্যপূর্ণ আলোচনা করতে চাইছে না কারখানা কর্তৃপক্ষ, অভিযোগ মৃত শ্রমিকদের পরিবার-পরিজনদের। এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার স্টিল প্লান্টের গেটের সামনে ব্যাপক আন্দোলন শুরু হয়। মৃত শ্রমিকদের পরিবারের লোকজনেরা সাফ জানিয়ে দেন, দ্রুত যদি তাদের কাজ দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। যদিও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনকেও জানানো হবে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us