/anm-bengali/media/post_banners/MWxxlotrHgqOAViq2ocS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে উত্তপ্ত হয়ে উঠল শিল্পশহর। একেবারে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে চলল গুলি। পরপর ২ রাউন্ড গুলি চলেছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে শহরজুড়ে নাকা তল্লাশি শুরু করেছে দুর্গাপুর পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সিটি সেন্টারে অম্বুজা টাউনশিপে পরিবহণ সংস্থার অফিসে গুলি চলে। দুটি বাইকে করে দুষ্কৃতীরা এসে পরপর ২ রাউন্ড গুলি চালায়। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে কারা, কেন এভাবে গুলি চালাল তা স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজে শহরজুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, “এখনও লিখিত অভিযোগ পাইনি। গুলি চলার খবর পেয়েই আমরা এখানে ছুটে এসেছি। তদন্ত করে দেখছি। প্রত্যক্ষদর্শীরা বলছে, রীতেশ সিং নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চলেছে। তবে ঠিক কত রাউন্ড গুলি চলেছে, আদৌ ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলেছে কিনা তা খতিয়ে দেখছি।” ঘটনার সময় পরিবহণ সংস্থার অফিসের ভিতর একজন ছিলেন এবং তিনি অক্ষত রয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us