New Update
/anm-bengali/media/post_banners/5b5DNtLImqxPwRMuKMeS.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : সিটি সেন্টার এলাকায় মিনিবাসের ভিতরে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বহু যাত্রী। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। দুর্গাপুর থেকে বেনাচিতি যাচ্ছিল ওই মিনিবাসটি।
সিটি সেন্টারের ভগত সিং ময়দানের সামনে যাত্রীরা লক্ষ্য করেন বাসটির ভিতরে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। একে একে সব যাত্রীদের নিরাপদভাবে বাস থেকে নামানো হয়। বাসের কন্ডাক্টর রাধেশ্যাম ঘোষ জানান, ইঞ্জিনে শর্ট সার্কিটের ফলে ওই ঘটনা ঘটেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us