বিবিসির অফিসগুলিতে আয়কর হানা, সরকারের সমালোচনা শুরু বিরোধীদের

author-image
Harmeet
New Update
বিবিসির অফিসগুলিতে আয়কর হানা,  সরকারের সমালোচনা শুরু বিরোধীদের

নিজস্ব সংবাদদাতাঃ কর ফাঁকির তদন্তের অংশ হিসাবে আয়কর বিভাগ আজ দিল্লি এবং মুম্বাইয়ের বিবিসি অফিসে একটি 'অভিযান' চালিয়েছে। এদিকে এই ঘটনায় বিরোধী দলগুলি এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাবে কটাক্ষ করেছে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব টুইট করে বলেছেন, 'বিবিসিতে এই অভিযানের খবর 'মতাদর্শগত জরুরি অবস্থা' ঘোষণা করেছে।' অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মিত্র টুইটে লেখেন, 'দিল্লি অফিসে আয়কর বিভাগের অভিযান চলছে নাকি। সত্যিই? কতটা অপ্রত্যাশিত।' অন্যদিকে আয়কর হানা প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন, 'বিনাশকালে বিপরীত বুদ্ধি।'