New Update
/anm-bengali/media/post_banners/kkYUxRVnUycJuYeZ2X2s.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : ৪ দিন আগে বোলপুর থেকে দুর্গাপুরে মাসির বাড়িতে ঘুরতে এসেছিল বছর ১৯ এর বিশাল দাস। মাসিকে বলেছিলো শনিবার অর্থাৎ আজ মাসির ছেলের জন্মদিন কাটিয়ে রবিবার ঘরে ফিরবে। কিন্তু আর ঘরে ফেরা হলো না বোলপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল দাসের।
মাসির ছেলের সাথে শনিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজে দামোদরের বর্ধমান ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ১৯ বছরের বিশাল। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এল। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল এসে দেহ উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us