New Update
/anm-bengali/media/post_banners/6XU8MHIyevMAX6EqHZID.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ বর্ষার শুরুর আগেই ডেঙ্গু রুখতে তৎপর হয়েছিল রাজ্য প্রশাসন। বর্ষা শেষের মুখে, ফলে ডেঙ্গু মশার উপদ্রব না বাড়ে জমা জলে সেজন্য গাপ্পি মাছের চারা বিতরণ করা হচ্ছে রাজ্যের পুরসভা গুলিতে। দুর্গাপুর নগর নিগম থেকে লক্ষাধিক গাপ্পি মাছের চারা বিতরণ করা হয় বুধবার ৪৩টি ওয়ার্ডে। প্রত্যেকটি ওয়ার্ডে ৯০০০ করে গাপ্পি মাছের চারা বিতরণ করা হয় এদিন। জমা জলে মশার লার্ভা বিনষ্ট করার জন্যই গাপ্পি মাছ ছাড়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us