​নিজস্ব সংবাদদাতাঃ মায়ানমার, ভূটান ও চিনের সীমান্ত লাগোয়া এই রাজ্যটি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশ স্পর্শকাতর। প্রত্যকেটি এলাকা টপকাতে গেলে এখানে রয়েছে আভ্য়ন্তরীন লাইন। যাঁরা এখানে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁরা নয়া দিল্লি, কলকাতা, গুয়াহাটি ও শিলং থেকে আবাসিক কমিশনার, অরুণাচল প্রদেশ সরকারের কাছ থেকে সুরক্ষিত এলাকায় যাওয়ার অনুমতি মিলতে পারেন। নূন্যতম ৩০ দিনের জন্য জনপ্রতি ১০০টাকা করে, সিঙ্গল ই-আইএলপি ও গ্রুপ ই-আইএলপি সংগ্রহ করতে পারেন। অনলাইনের সুবিধাও রয়েছে।