রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উপর জুতোর ছবি, শুরু বিতর্ক!

author-image
New Update
রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উপর জুতোর ছবি, শুরু বিতর্ক!

হরি ঘোষ, দুর্গাপুর: আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দুর্গাপুরের পাশাপাশি গোটা রাজ্য আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন করা হয়। শ্রদ্ধার সাথে মাল্যদান করা হচ্ছে সর্বত্র।

এমন সময় দুর্গাপুর প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বাসস্ট্যান্ডে দেখা গেল এক অন্য চিত্র। দুর্গাপুরের সিটি সেন্টারের বাসস্ট্যান্ডে প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা। শুধু দুর্গাপুর নয় অন্য জেলা, অন্য রাজ্যের মানুষও এই সিটি সেন্টারের বাসস্ট্যান্ডে যাতায়াত করেন অথচ এই বাসস্ট্যান্ডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ওপর  বিশাল আকারের জুতোর ছবি, এককথায় জুতোর বিজ্ঞাপন যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক! পথচলতি সাধারণ মানুষেরা এই চিত্র মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার আর্জি জানাচ্ছেন সাধারণ মানুষ। তাদের দাবি,  দুর্গাপুর নগর নিগম ও প্রশাসন যাতে অবিলম্বে এই বিজ্ঞাপন সরিয়ে দেয়। এই চিত্র যথেষ্টই দৃষ্টিকটু।