হরি ঘোষ: সোমবার বিকেলে বিকট শব্দে কেঁপে ওঠে দুর্গাপুরের আকটি বাড়ি। আহত হয় শেখ আনসার নামের এক ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আহতকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থলে মঙ্গলবার সকালে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেন তারা। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে ওই বাড়িতে বোমা বাধার কাজ চলছিল। সেই বোম বাঁধতে গিয়ে ঘটে বিস্ফোরণ। পুলিশের তরফ থেকে আজ সকাল থেকেই রয়েছে গোটা এলাকায় নজরদারি। ফরেনসিক টিমকেও জানানো হয়েছে। ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করবে বলেও পুলিশ সূত্রে খবর।