/anm-bengali/media/post_banners/N8Qj053V5oroi4YWL7VH.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ 'ন্যাশনাল অ্যান্টি ক্রাইম চেয়ারম্যান', এই কথা গাড়িতে লিখে ঘুরে বেড়ানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ সরকার ওরফে গৌতম সরকার। এই ব্যক্তি কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দা। গত বেশ কিছুদিন ধরেই নিউ টাউন শিপ থানার অন্তর্গত আরা এলাকায় ভাড়া নিয়ে বসবাস করছিল। গতকাল সিটি সেন্টার এলাকা থেকে গাড়িসহ এই ব্যক্তিকে আটক করে পুলিশ। সন্তোষজনক কোনো তথ্য না দেখাতে পারায় এই ব্যক্তিকে গ্রেফতার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সাম্প্রতিককালে ভুয়ো আইপিএস , আইএএস কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য। এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। কী উদ্দেশ্যে এই ব্যক্তি লোগো সহ ন্যাশনাল অ্যান্টি ক্রাইম কথাটি লিখে গাড়িতে ঘুরছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। আদালতের কাছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে সাতদিনের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us