কেমন যাবে রবিবার, দেখে নিন

author-image
Harmeet
New Update
কেমন যাবে রবিবার, দেখে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ মেষঃ রোগের কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। আজ বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে। ভাল কোনও কাজে সাফল্য লাভ। ব্যবসার দিকে উন্নতি বৃদ্ধি। পড়াশোনায় কোনও অসুবিধা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়াই ভাল হবে। কারণ, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য ব্যবসায় অশান্তি। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। 

বৃষঃ হঠকারী সিদ্ধান্ত বা বেফাঁস মন্তব্যের জন্য মাসুল দিতে হতে পারে। কোনও শত্রুর দ্বারা ব্যবসায় ক্ষতি। স্ত্রীর কারণে খরচ বাড়তে পারে। আজ অভাব একটু বাড়তে পারে। স্বামী-স্ত্রী সম্পর্ক বিবাদবিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় একটু পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। 

মিথুনঃ প্রিয়জনের স্বাস্থ্যহানিতে উদ্বেগ। বহু ব্যয়ে নাজেহাল। আর্থিক ব্যাপারে সুরাহা মিলতে পারে। কোনও কাজের জন্য বাড়িতে সম্মান নষ্ট। গঠনমূলক কাজের জন্য উন্নতি। আজ কোনও জায়গায় থেকে টাকাপয়সা পেতে পারেন। শারীরিক কষ্ট বাড়তে পারে। নারীর কারণে ক্ষতি হওয়ার সম্ভবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। 

কর্কটঃ বাড়িতে শুভ অনুষ্ঠানে অতিথির বিরূপ আচরণে রসভঙ্গ। বাড়ির সকলে মিলে ভ্রমণে আনন্দ। বিবাহিত জীবনে সুখের দিন। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবা জাতীয় কোনও কাজে মনের শান্তি। 

সিংহঃ প্রেম-প্রণয়ে জটিলতা কেটে শুভ পরিবর্তনের ইঙ্গিত। ব্যবসার ব্যয় বাড়তে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারেন। কৃষিকাজে সাফল্য বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। মিথ্যা অপবাদ আজ কপালে জুটতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের কারণে শোক। ব্যবসায় মধ্যম। 

কন্যাঃ লাগামছাড়া ক্রোধ বিড়ম্বনা ডেকে আনতে পারে। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু হতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। দুপুরের পরে স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। বাজে কথা বলার জন্য মনে অনুশোচনা। জ্যোতিষ কর্ম থেকে আয় হতে পারে। 

তুলাঃ কর্মস্থানে খুব বিচক্ষণ সহকারে কর্মী নিয়োগ করুন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কারও প্রতি অপ্রীতিকর ব্যবহার না করাই শ্রেয়। আজ কোনও সুসংবাদ আসতে পারে। আজ আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। 

বৃশ্চিকঃ বেশি খরচ এড়িয়ে চলুন,ক্ষতি হতে পারে। আজ সারা দিন খুব সাবধানে চলাফেরা করুন। রক্তপাতের সম্ভাবনা আছে। সংসারে অশান্তি। হঠাৎ উপকৃত হতে পারেন। ব্যবসায় পুরনো অশান্তি আবার ঘুরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। 

ধনুঃ আজ কর্মস্থানে খুব শান্ত ভাবে কাজ করতে হবে। অশুভ কোনও সঙ্কেত তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন। অন্যের কথায় অর্থ খরচ হতে পারে। সন্তানের তরফে ভাল খবর আসতে পারে। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন। লাভবান হতে পারেন। কোনও চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনাতে অমনোযোগী ভাব দেখা দেবে। 

মকরঃ নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কারও কাছ থেকে খারাপ খবর আসার সম্ভাবনা। কাউকে অপমানের হাত থেকে বাঁচাতে হতে পারে। পছন্দ মতো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ বন্ধ। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। এই সময়ে প্রেমের দিকে এগনো ভাল হবে। লিভারে একটু সমস্যা দেখা দেবে। 

কুম্ভঃ বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে নতুন করে বিবাদ। ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা। আর্থিক ব্যাপারে সমস্যা কাটতে পারে। উপর থেকে পড়ে আঘাত লাগতে পারে। সন্তানের জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে। কারও কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভাল। আজ শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। শরীরে আলস্য বাড়তে পারে। আপনার কোনও আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবে। 

মীনঃ ব্যবসায় খুব ভাল লাভ হবে না। প্রেমের ব্যাপারে শুভ সময় আসতে দেরি আছে। বাড়িতে নতুন কিছু আলোচনা। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিদেশে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। সহকর্মীর সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম করতে পারবেন। চাকরিস্থলে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে।