ইসিএলের কয়লা সরবরাহের চালান নকল করার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক

author-image
Harmeet
New Update
ইসিএলের কয়লা সরবরাহের চালান নকল করার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক


হরি ঘোষ: এবার ইসিএলের কয়লা সরবরাহের চালান নকল করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ কাশিপুর ডাঙ্গা থেকে ইসিএলের চালানের নকল করার অভিযোগ পেয়েছিল। সেই বিষয়ে তদন্তে নেমে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতেই পুলিশ কাশিপুর ডাঙ্গা এলাকায় অতর্কিত অভিযান চালায়। সে সময়ে ধৃত দুই যুবক নকল চালান দিয়ে কয়লা পাচারের চেষ্টা করেছিল। তাদের কাছে থাকা নকল চালান উদ্ধার হয়। 

your image

তারপরেই রানীগঞ্জের কাশিপুর এলাকার বাসিন্দা বছর ২৪ এর বিট্টু শর্মা ও রানীগঞ্জের হুসেন নগরের অস্থায়ী বাসিন্দা (ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা) বছর ২২ এর মোদাসির আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ইসিএলের চালানগুলি সংগ্রহ করে সেই চালানের নকল করে তারা কয়লা পাচারের ছক কোষে। মঙ্গলবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠায়। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশি হেফাজতের আবেদন করা হবে। এর পেছনে আরো অন্য কোনও ব্যক্তি যুক্ত রয়েছে কিনা তা নিয়েও তল্লাশি শুরু করেছে পুলিশ।

your image