পশু সুরক্ষা ও সচেতনতা বিষয়ের পদযাত্রা

author-image
Harmeet
New Update
পশু সুরক্ষা ও সচেতনতা বিষয়ের পদযাত্রা

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের সিটি সেন্টারের আদালতের পাশ থেকে পশু সুরক্ষা ও সচেতনতা বিষয়ক পদযাত্রা অনুষ্ঠিত হল শুক্রবার। উপস্থিত ছিলেন ডিএফও  নীলরতন পান্ডা সহ বিশিষ্ট জনেরা। পস এন্ড ক্লোজ-এর পক্ষ থেকে এই পদযাত্রা। সিটি সেন্টার জুড়ে হয় এই পদযাত্রাটি। এদিন বেলুন উড়িয়ে সচেতনার বার্তা পৌঁছে দেওয়া হয়। এই পদযাত্রায় পা মেলায় এলাকার বহু মানুষ। সচেতন করা হয় সাধারণ মানুষকে এই পদ যাত্রার মাধ্যমে।